রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে চুহড় উচ্চ বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি অত্রাঞ্চলের সবচেয়ে আকর্ষনীয় ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং এ অঞ্চলের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে চুহড় উচ্চ বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি অত্রাঞ্চলের সবচেয়ে আকর্ষনীয় ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং এ অঞ্চলের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ অঞ্চলের সর্বস্তরের জনগোষ্ঠির মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়ার ব্রত নিয়ে স্কুলটির যাত্রা শুরু হয়। অনেক চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি আজকের এ অবস্থানে উপনীত হয়েছে। এ বিদ্যালয়টির অসংখ্যা ছাত্র-ছাত্রী দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সুনাম কুড়িয়েছে, সমুজ্জ্বল করেছে নিজেদের, এ বিদ্যালয়ের তথা দেশের মান। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।
চুহড় উচ্চ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী আগামী দিনের উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদান রাখবে অবিরাম এ প্রত্যাশা। এ প্রতিষ্ঠান থেকে জ্ঞানে ঋদ্ধ হয়ে হাজারো শিক্ষার্থী দক্ষ ও সুনাগরিক হিসেবে আলোর বিচ্ছুরণ ঘটাবে সমগ্র দেশ ও বিশ্বময় এ বিশ্বাস নিরন্তর।